ছট পূজা উপলক্ষে বিহারী থেকে বাঙালি সকলেই মেতে উঠবে আজ হিন্দি বাসী সমাজের- প্রতিটি বাড়িতে চলছে জোর কদমের প্রস্তুতি ‌‌।

0
16

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- আজ থেকে পালিত হছে ছট পূজা, এই ছট পূজা উপলক্ষে বিহারী থেকে বাঙালি সকলেই মেতে উঠবে আজ হিন্দি বাসী সমাজের প্রতিটি বাড়িতে চলছে জোর কদমের প্রস্তুতি ‌‌। প্রতিবছর কালীপুজো ছয় দিন পরে এই ছট পূজা হয়ে থাকে। ‌ এই ছট পুজো, নির্জল উপাস করে থাকেন মহিলারা মূলত এই ছট পূজা, সূর্য দেবতার পূজা হয়ে থাকে। অর্থাৎ প্রথম দিন নাই খায়, দ্বিতীয় দিন সূর্য অস্ত যাওয়ার অর্ঘ্য ও শেষ দিন সকাল বেলার সূর্য দেবতার অর্ঘ্য নিয়ে এই ছট পূজা করে থাকেন বিহারী সম্প্রদায়ের মহিলারা। এই ছট পূজায় নিজের সন্তানদের ও পরিবারের মঙ্গল কামনা করার জন্য পুজো করে থাকেন। ছট পূজার জন্য সকাল থেকে আটার তৈরি ঠেকুয়া থেকে শুরু করে , বিভিন্ন সরমজাম তৈরি করতে ব্যস্ত, ফলমূল সহ ডালা সাজিয়ে ঘাটে উদ্দেশ্য আর কিছু কিছুক্ষণ পরে রওনা দেবেন তারপর সূর্য অস্ত যাওয়ার পর সূর্য দেবতার অঘ নেন তাছাড়া পরের দিন ভোরবেলা ঘাটে গিয়ে সূর্য দেবতর অঘ নিয়ে ছট পূজা করে থাকেন।