নৈহাটি, নিজস্ব সংবাদদাতা:- আর মাত্র কয়েকদিন পরেই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে এবং বিভিন্ন দলের প্রার্থীরা নিজেদের মতো করে প্রচার চালাচ্ছেন। প্রচারে ঝড় তোলা সবার প্রচেষ্টা। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল যেহেতু তাদের জয়ী আসন ধরে রাখতে আগ্রহী, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পাল্টা প্রচারণা চালাচ্ছে।
তাদের লক্ষ্য তৃণমূলের শাসক দলের কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়া। প্রচারে ঝড় তুলেছেন নৈহাটি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী রূপক মিত্র।
আজ ছট পূজা উপলক্ষে তিনি নৈহাটি বিধানসভা কেন্দ্রের রামঘাট, লালবাবা ঘাট ও চাই ঘাটে ছট পূজায় যোগ দিয়ে জনসংযোগ সম্পন্ন করেন। সেখানে তিনি ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেন। গতকাল সন্ধ্যায় তিনি নৈহাটির শিবদাসপুর পঞ্চায়েত এলাকার নোয়াবিলা মোড়ে প্রচার করেন এবং প্রচার সভার আয়োজন করা হয়। সেই প্রচারে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা তারকা রুদ্রনীল ঘোষ।
সেই সভা থেকেই তিনি নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপক মিত্রের সমর্থনে প্রচার চালান। সেই সভা থেকেই তিনি তৃণমূলের দুর্নীতিকে কড়া ভাষায় আক্রমণ করেন। রাজ্যের আর জি কর কেলেঙ্কারি থেকে শিক্ষায় রেশন দুর্নীতি পর্যন্ত দুর্নীতির তীব্র নিন্দা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আমলে চাকরি থেকে কয়লা ও গরু চুরি করার জন্যও সরকারকে আক্রমণ করেন। তিনি জনগণকে পরিবর্তনের আহ্বান জানান।