নৈহাটি রামঘাট, লালবাবা ঘাট এবং ছাই ঘাটে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী রূপক মিত্র, প্রচারে মানুষের ঢল।

0
16

নৈহাটি, নিজস্ব সংবাদদাতা:- – উপনির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারের ঝাঁঝ পাল্লা দিয়ে বাড়ছে নৈহাটিতে। নৈহাটি বিধানসভার উপ নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন বাকি। আগামী ১৩ নভেম্বর ভোট। এদিকে, উৎসবের মরশুমও শেষ হলেও, শুরু আবার ভোট উৎসব। তাই, রাত দিন এক করে নৈহাটির বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে করছেন বিজেপির বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা। নৈহাটির বিজেপি মনোনীত প্রার্থী রূপক মিত্রও সেই  ধারা অব্যাবত রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন জোর কদমে। আর তাঁর প্রচারে নামছে মানুষের ঢল। কখনো মিছিল, আবার কখনো বাড়ি বাড়ি প্রচার, কোনও কিছুই বাদ রাখছেন না তিনি। তুলে ধরছেন শাসক দলের ব্যর্থতা ও বঞ্চনার কথা।

উৎসব প্রিয় মানুষ। এদিকে আবার দীপাবলির রেশ কাটতে না কাটতেই ছট পুজোতে মেতে উঠেছে বাঙালি থেকে অবাঙালি সকলেই । আজ বৃহস্পতিবার উত্তর 24 পরগণা জেলার জেলার বিভিন্ন ঘাটে ছট পুজো অনুষ্ঠিত হয়। জেলার বেশ কিছু এলাকায় ছট পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। নিয়ম নিষ্ঠা মেনে ছট পুজো চলছে। কিন্তু এই উৎসবের মাঝেও উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটি বিধানসভার উপ নির্বাচনের বিজেপির প্রার্থী নিজেকে উজাড় করে দিয়ে প্রচারে নেমে পড়েছেন। এদিন তিনি ছট পুজো উপলক্ষে প্রণাম সেরে নৈহাটি রামঘাট, লালবাবা ঘাট এবং ছাই ঘাটে জনসংযোগ সারেন। যেভাবে এদিনের তাঁর প্রচারে মনুষের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গিয়েছে তাতে তিনি জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী বলে সংবাদ মাধ্যমকে জানান। তবে শাসক ও বিরোধী উভয়েই জয়ের ব্যাপারে অশা প্রকাশ করলেও শেষে বাজি কে জিতবে তা সময় বোলে দেবে।