ওরা পশ্চিমবঙ্গকেও বাংলাদেশে পরিনত করতে চায়, মেদিনীপুর শহর থেকে মন্তব্য শুভেন্দু অধিকারীর।

0
15

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ওরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিনত করতে চায় ,এদের রুখতে হবে বলে উপস্থিত জনতাকে হুশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুরুতেই জনতার উদ্দেশ্যে বলেন কথা দিচ্ছি পনেরো মাস পরে মুখ্যমন্ত্রী কে প্রাক্তন বানিয়ে ছাড়বো।আমি শুভেন্দু অধিকারী যা বলি তাই করি। এই দিন আগাগোড়া তৃনমূল কে কড়া সমালোচনা করে বলেন এই রাজ্যে এখন আর মা বোন বেটি কেউ সুরক্ষিত নয়।আর জি কান্ড থেকে সদ্য ঘটে যাওয়া কালনার ছাত্রীর মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন আর জি কর কান্ডের বদলা নেবেন না আপনারা?
তৃনমূলের প্রচারে আসা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এর কীর্তি, বান্ধবী অর্পিতা সহ জেল হাজতবাস, বীরভূমের কেষ্ট র চড়াম চড়াম হুঙ্কার আজ নরম হয়ে গেছে বলে উল্লেখ করেন ।
সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এর ঘটনা উল্লেখ করে তিনি বলেন এই বাংলাকে ও বাংলাদেশ বানাতে চায়, দূর্গাপূজার সময় ঘটে যাওয়া ঘটনা, কালীপূজা র কলকাতার বুকে ঘটে যাওয়া ঘটনায় উল্লেখ করে ন তিনি।লোকসভায় বিজেপি প্রার্থী রেখা পাত্র সম্পর্কে ফিরহাদ হাকিমের মন্তব্য “হেরো মাল ” এর কথা তুলে তিনি বলেন ওটা তৃনমূলের কালচার, আমিও তো মাননীয়াকে নন্দীগ্রামে হারিয়েছি তা হলে তাকেও কি ওই ভাষায় সম্বোধন করবো।কিন্তু না আমরা ভদ্র বাড়ীর সন্তান ,আমরা সনাতনী আমাদের মুখে এই ভাষা বেরোবে না। এদিন এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব।