নিজস্ব সংবাদদাতা, হিলি,৯ নভেম্বর:- ত্রিমোহিনীর দাপট কালী মাতার মন্দির প্রাঙ্গণে জনসাধারণের জন্য শৌচালয়ের নির্মাণ কাজের শিলান্যাস করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। শুক্রবার দুপুরে ওই মন্দিরের গর্ভগৃহে পুজো দিয়ে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হন। মন্দির কর্তৃপক্ষ বিধায়ককে অভ্যর্থনা জ্ঞাপন করেন। তারপরে শৌচালয় নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন।
হিলি থানার ত্রিমোহিনীর শ্রী শ্রী দাপট কালী মাতা ঠাকুরানীর মন্দির প্রাঙ্গণে শৌচালয়ের অভাব ছিল। ওই মন্দির বাৎসরিক পুজো ও মেলায় মানুষজনকে শৌচালয়ের অভাবে সমস্যায় পড়তে হয়৷ তাই মন্দির প্রাঙ্গণে শৌচালয় নির্মাণের জন্য উদ্যোগী হয় বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে বিধায়ক তহবিল থেকে সাড়ে পাচ লক্ষ টাকা ব্যয়ে সাধারণ মানুষের জন্য শৌচালয় নির্মাণ প্রকল্প চূড়ান্ত হয়৷ দ্রুত সেই বরাত প্রক্রিয়া শেষ করে নির্মাণ কাজ শুরু করে হিলি ব্লক প্রশাসন৷ তারই আনুষ্ঠানিক শিলান্যাস করলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। এদিন দুপুরে শ্রী শ্রী দাপট কালী মাতা ঠাকুরানীর মন্দিরের গর্ভগৃহে পুজো দিয়ে ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে শৌচালয় নির্মাণের ভিত্তিরপ্রস্তর স্থাপন করেন বিধায়ক।