নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-আরজি করের তিন মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের সমর্থনে এদিন বালুরঘাটে বিক্ষোভ মিছিল নাগরিক সমাজের।
আরজিকরের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার ৯০ দিন পূর্ণ হলো। দোষীদের শাস্তি দাবিতে রাজ্যজুড়েই চলছে প্রতিবাদ, চাইছে বিচার। সেই প্রতিবাদ জানাতেই এদিন বিকেলে বালুরঘাটে মিছিল করে এসে বালুরঘাটের থানা মোড়ে জুনিয়র ডাক্তার ফোরামের সমর্থনে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে পথে নামেন বালুঘাটবাসী
Home রাজ্য উত্তর বাংলা বালুরঘাটের থানা মোড়ে জুনিয়র ডাক্তার ফোরামের সমর্থনে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে...