মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন।

0
13

নিজস্ব সংবাদদাতা, মালদা – –  মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন। জখম চালক সহ আরও দুই। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল পাঁচটা নাগাদ হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়কে কাবুয়ারোড এলাকায় রক্ষাকালী মন্দিরের সামনে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত তিন ব্যক্তির নাম দিলীপ সাহা( ৪৯),
চিকিৎসক সুরেশ খৈতান( ৬০) ও ফেকন লাল রাম (৬৫)। আহতরা হলেন মৃত দিলীপ সাহার স্ত্রী শ্রাবণী সাহা (৪০) ও শংকর পদ কর্মকার (৪৩)। প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায়। অপরদিকে গুরুতর জখম হয়েছে গাড়ি চালক মোহাম্মদ হেলালও (৪০)। তার বাড়ি চাঁচলের বিষ্টপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও কাক ভোরে তুলসিহাটা গ্রামের পাঁচ জন ব্যক্তি ৩১ নং জাতীয় সড়কে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। তারা
কালী মন্দিরের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে ব্যায়াম করছিল। তুলসিহাটার দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা
একটি পিকআপ ভ্যান পিছন থেকে এসে তিন জনকে সজোড়ে ধাক্কা মেরে রাস্তার ধারে খালে পরে যায় গাড়িটি। ধাক্কার জেরে রাস্তা থেকে ৫০ মিটার দূরে ছিটকে পড়ে দেহ। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, দেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে।গাড়ি চালক আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি দেখে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।