বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ পরিবহন সংস্থা বাঁকুড়া জেলার দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েন অরফে DTOA । 1986 সালে এই প্রতিষ্ঠানটি ব্যবসাহিক উদ্দেশ্যে তৈরি হয়। শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না থেকে পরবর্তীতে তাদের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন ঘটে। সমাজসেবা, জনসেবাও তাদের অন্যতম বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়। সংস্থা পরিচালনায় দায়িত্বের হাল ধরেন বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র। একাধিক সমাজসেবা মূলক কাজ করে এলাকায় নজীর সৃষ্টি করছে এই সংস্থাটি। বিগত ১০বছরের ন্যায় এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল DTOA এর সকল কর্মকর্তারা।
আবারও সাধারণ মানুষের জনকল্যাণে এগিয়ে আসতে চলেছে তাঁরা। আগামী ২১ ও ২২শে ডিসেম্বর একাধিক জনহিতকর মূলক কাজের উদ্যোগ নিয়েছেন। প্রথম দিন থাকছে এলাকার দুঃস্থ অসহায়দের শীতবস্ত্র বিতরণ , সচল ক্লাব গুলো কে খেলার সামগ্রী প্রদান, প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল হুইল চেয়ার বিতরণ। দ্বিতীয় দিনে এলাকার মানুষজনদের আনন্দ দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে বিচিত্রা অনুষ্ঠানের। এ বিষয়ে DTOA এর সভাপতি গৌতম মিশ্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নিন