নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- – মালদহের বামনগোলা ব্লক গাংগুরিয়া শ্রী শ্রী সারদাতীর্থম আশ্রমে মহা ধুমধামে জগদ্ধাত্রী মহা নবমী পুজা করা হয়। এদিন নবরূপে নয়টি মেয়েকে নিয়ে কুমারী পূজা করা হছে। জগদ্ধাত্রী পুজোয় নবমীতে ন’টি জনগোষ্ঠীর নয় কুমারী মেয়েকে দুর্গা রুপে গাঙ্গুরিয়া সারদা তীর্থম আশ্রমেপূজিত করা হয় । বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া গ্রামে রজতজয়ন্তী বর্ষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জগদ্ধাত্রী মায়ের পুজো চলবে । এবারের আকর্ষণ নয় জনগোষ্ঠীর নয় কুমারি মেয়েকে দেবী রূপে পুজো করা হয়েছে ।আশ্রমের তরফে জানানো হয় আশ্রম প্রতিষ্ঠার শুরু থেকে এখানে জগদ্ধাত্রী পুজো হয়। লাভলি রায়, যূথিকা হাসদা, সৃজা বিশ্বাস, অঙ্গনা কর্মকার, তৃষা প্রামাণিক, তৃষা রবিদাসের মতো বিভিন্ন সম্প্রদায়ের কুমারী মেয়েদের দুর্গারূপে পুজো করা হয়।এদের প্রত্যেকের বয়স ছয় থেকে সাত বছর। দেবিরূপে তাদের পুজো করা হয় নিয়ম-নিষ্ঠার সাথে। এই পুজো দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আছেন সাধারণ মানুষ। নটি কুমারী মেয়েকে গাজোল সহ বিভিন্ন জায়গা থেকে এই কুমারী মেয়েদেরকে নিয়ে আসা হয়।
Home রাজ্য উত্তর বাংলা মালদহের বামনগোলা ব্লক গাংগুরিয়া শ্রী শ্রী সারদাতীর্থম আশ্রমে মহা ধুমধামে জগদ্ধাত্রী মহা...