বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- ‘পুলিশের কয়েক জনের খুব বাড় বেড়েছে, ‘২৬ সালে আন্দামানে পাঠাবো’, বিস্ফোরক হুঁশিয়ারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার প্রচারের শেষ লগ্নে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্ত্তীর সমর্থণে সিমলাপালে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি।
ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু ভবিষ্যদ্বানী করে বলেন, আগেই শিক্ষা ও খাদ্য জেলে গেছে, এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরও জেলে যাওয়ার অপেক্ষা।
আর.জি কর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘যেদিন অভয়া’ কাণ্ডের অভিযুক্তরদের ফাঁসি হবে সেদিনই দিওয়ালী পালন হবে, তার আগে নয় বলেও তিনি জানান।
সিমলাপাল পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য শৌভিক পাত্র ও দলের কর্মী চিন্ময় সিংহমহাপাত্রকে পুলিশ কেন গ্রেফতার করেছিল, সে নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও সিমলাপাল ব্লক এলাকায় তৃণমূলের শাসনকালে কোন উন্নয়ন হয়নি বলেও তিনি দাবি করেন।