নৈহাটি, নিজস্ব সংবাদদাতা:- আর মাঝে মাত্র ২ টো দিন, তারপরেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শেষের দিন গুলোতে তাই বাড়ছে প্রচারের ঝাঁঝ। প্রতিটি দল ই মাটি কামড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। একদিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র নৈহাটি বিধানসভাতে রাজ্যের শাসক দল তৃণমূল যেমন তাদের জেতা আসন ধরে রাখতে তৎপর তেমনি পাল্টা প্রচারে জোর দিচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। নৈহাটির বিজেপি মনোনীত প্রার্থী রূপক মিত্র শাসক দল তৃণমূলকে জোর ধাক্কা দিয়ে আসন ছিনিয়ে নিতে প্রচারে ঝড় তুলেছেন ।
নৈহাটি উপনির্বাচনের বিজেপি প্রার্থীর হয়ে ইতিমধ্যেই প্রচার সেরেছেন দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর, রুপা গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্য, তাপস রায়, ফাল্গুনী পাত্র, শীলভদ্র দত্ত, বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ একঝাঁক নেতৃত্ব। প্রচারে শেষ পর্যায়ে এদিন নৈহাটিতে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভাতে যোগ দিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে এবং ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক সহ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। নৈহাটিতে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এর বাড়ির নাকের ডগায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করেন। শাসক দলকে তীব্র আক্রমণের পাশাপাশি বিজেপি মনোনীত প্রার্থী রূপক মিত্রকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।