দক্ষিন দিনাজপুর, বালুরঘাট, ১০ নভেম্বর :—- রাতের অন্ধকারে দুটি পুকুরে মাছের মড়ক কে ঘিরে তোলপাড় বালুরঘাটের চিঙ্গিশপুর। স্থানীয় দুই ব্যবসায়ী দীপক মালি ও অমিত আগরওয়ালের লিজ নেওয়া পুকুরেই ভেসে ওঠে বিপুল সংখ্যক মাছ। দীপক জানান, তার প্রায় ছয় লক্ষ টাকার এবং অমিতের দাবি, তার প্রায় দুই লক্ষ টাকার মাছ মরে নষ্ট হয়েছে। এক ধাক্কায় এত বড় আর্থিক ক্ষতিতে হতবাক হয়েছেন ওই দুই ব্যবসায়ীই।
পুকুর মালিকদের সন্দেহ, পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে কেউ তাদের মাছ মেরে ফেলার জন্য পুকুরে বিষ প্রয়োগ করেছে। প্রতিদ্বন্দ্বী বা শত্রুতার জেরে এমন ভয়ানক ঘটনা ঘটতে পারে বলেই তাদের ধারণা। ঘটনা জানাজানি হতেই এনিয়ে দীপক ও অমিত বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যাদের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। এদিকে এই মাছের মড়ককে ঘিরে পুরো চিঙ্গিশপুর এলাকায় আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরাও ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন। তবে পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার জন্য জোর তদন্ত শুরু করেছে।
দীপক মালী বলেন, দেড় বিঘার লিজ নেওয়া পুকুরে প্রায় ছলক্ষ টাকার মাছ মরে গিয়েছে। ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে কেউ বা কাহারা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পুকুরে বিষ প্রয়োগ করেই এই ঘটনা ঘটিয়েছে।