পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১৪ ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সাড়ম্বরে জেলার বিভিন্ন প্রান্তে উদযাপিত হচ্ছে জাতীয় শিশু দিবস। পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকেও জেলার বিভিন্ন ব্লকে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতদুপলক্ষে শহরের একটি স্কুলে আয়োজিত শিশু দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সচিব তথা সিভিল জজ(সিনিয়র ডিভিশন) শাহিদ পারভেজ। তিনি শিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়ে বক্তব্য রাখেন। অন্যদিকে শালবনি ব্লকের গোদাপিয়াশাল ভগবতী শিশু শিক্ষায়তন, ডেবরা ব্লকের ডিয়ালপুর গড়বেতা-৩ ব্লকের আধারনয়ন শিশু শিক্ষা কেন্দ্র সহ জেলার বিভিন্ন স্থানে উক্ত কর্তৃপক্ষের অধিকার মিত্র গন শিশু দিবস উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। ডেবরা ব্লকের চককুমার এসোসিয়েশনের বয়েজ হোমেও আবাসিকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিকার মিত্র কাজী মহম্মদ মুর্তজা। তিনি বিশদে শিশু অধিকারের বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ত্রিদিব দাস বেরা সহ হোমের কর্মীবৃন্দ।এইদিন এক প্রশ্নের উত্তরে কর্তৃপক্ষের সচিব শহীদ পারভেজ জানান, শহরের হরিজন পল্লী প্রাথমিক বিডিয়ালয়েএমন একটি ছেলে পড়াশুনা করে, যাকে আমাদের এই কর্তৃপক্ষ শিশু শ্রমিক হিসাবে সম্প্রতি উদ্ধার করে এই বিদ্যালয়ে ভর্তি করিয়েছিল। আরও একটি ছেলেকে শিশু শ্রমিক হিসাবে উদ্ধার করে দাশপুরের একটি হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানেও সে পড়াশুনা করছে। এই ভাবেই শিশুদের কল্যাণের মাধ্যমে আজকের দিনটি স্মরণীয় হয়ে উঠুক।