শিশু দিবসের দিন এলাকার দরিদ্র বাচ্চাদের স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে নজির গড়লেন বিশিষ্ট শিশু চিকিৎসক ড. প্রবীর ভৌমিক।

0
12

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শিশু দিবসের দিন ই কোলাঘাটের বুকে আত্মপ্রকাশ করেছিল একটি বেসরকারি নার্সিং হোম শুশ্রুষা শিশু সেবা নিকেতন, যার স্রষ্টা বিশিষ্ট শিশু চিকিৎসক ড.প্রবীর ভৌমিক. পূর্ব মেদিনীপুর জেলা সহ পাশাপাশি বেশ কয়েকটি জেলার মধ্যে এটাই প্রথম শুধুমাত্র শিশুদের জন্য আলাদা ভাবে তৈরী হয়।

গত বছর‌ কোলাঘাট ব্লকের 8 টি গ্রামের দরিদ্র বাচ্চাদের স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে ছিলেন তিনি,আজ অর্থাৎ শিশু দিবসের দিন আরো 3 টি গ্ৰামের দরিদ্র বাচ্চাদের স্বাস্থ্যের দায়িত্ব নিলেন তিনি, মোট 11 টি অঞ্চলের দরিদ্র বাচ্চাদের 18 বছর পর্যন্ত স্বাস্থ্যের দায়িত্ব নিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক ড.প্রবীর ভৌমিক..তাদের হাতে আজ হেলথ কার্ড তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে।

সেই হেলথ কার্ড আউটডোরে দেখালে ফ্রিতে চিকিৎসা র পাশাপাশি নাসিংহোমে ভর্তি হলে বেড ফ্রিতে পাওয়া যাবে, তবে ঔষধ বাইরে থেকে কিনতে হবে। এই উদ্যোগে খুশি এলাকাবাসী। আজ কেক কেটে শিশু দিবস পালিত হয় শুশ্রুষা শিশু সেবা নিকেতনে। উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, বিশিষ্ট আইনজীবী চিত্তরঞ্জন মাইতি, বিশিষ্ট সমাজসেবী অসিত ব্যানার্জি।