নিজস্ব সংবাদদাতা, মালদা:অগ্নিকাণ্ড পুড়ে ছাই বিধবা মহিলার একমাত্র শোয়ার ঘর। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকাল সাড়ে আটটা নাগাদ জয়ন্তী দাসের বাড়ি দাউদাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা।তারা আগুন নেভাতে হাত লাগান।ঘটনার খবর পেয়ে ছুটে আসে তুলসীহাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন।দমকল বাহিনী পৌঁছানোর আগেই বাড়িতে থাকা ওই বিধবা মহিলার,আসবাবপত্র,ধান,চাল সহ নানান সামগ্রী ও পুড়ে ছাই হয়ে যায়।পরে দমকল বাহিনী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে কি ভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত সঠিক ভাবে জানাযায়নি, শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্র পাত হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন ওই অসহায় বিধবা মহিলাটি।সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মিঠুন চন্দ্র দাস বলেন,আজকে রামচন্দ্রপুর গ্রামে জয়ন্তী দাসের বাড়িতে আগুন লেগেছিল।আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। মহিলাটি খুব অসহায় ও বিধবা।ছোট্ট একটি বাড়ি করেছিল।কোনরকম নিজের পেট চালাতো।এখন তার কাছে কিছু নাই।সরকারের কাছে আবেদন জানাবো যেন ওই বিধবা মহিলাটি কিছু সরকারি সুবিধা পায়।
আরেক স্থানীয় বাসিন্দা শিবনাথ দাস বলেন,কিভাবে আগুন লাগল তা বলা যাচ্ছে না।তবে শর্ট সার্কিটের জন্য এই আগুনের সূত্রপাত হতে পারে।কোনরকম মহিলাটি বাড়ি থেকে বের হয়েছিল।তবে দমকল আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে তার।কোথায় থাকবে এখন কি খাবে?চিন্তায় পড়েছে বিধবা মহিলাটি।সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছি।
হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল বলেন,ব্লক থেকে ত্রানের ব্যবস্থা করে দেওয়া হবে।