রাজ্যের অন্যান্য স্কুলের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার স্কুল গুলিও পায়নি কম্পজিট গ্রান্ট। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষরা।

0
9

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- ১৬ নভেম্বর: রাজ্যের অন্যান্য স্কুলের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার স্কুল গুলিও পায়নি কম্পজিট গ্রান্ট। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষরা। কবে এই টাকা ঢুকবে তা নিয়েও ধন্দে স্কুল কর্তৃপক্ষ। অন্যান্যবার যে সময় এই ফান্ডের টাকা ঢোকে সেই সময় ইতিমধ্যে পার গিয়েছে৷ এই ফান্ড দিয়ে কেনা হয় স্কুলের চক, ডাস্টার থেকে অন্যান্য সরঞ্জাম। এছাড়াও এই টাকা খরচ করা হয় স্কুলের উন্নয়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাজে। গত বছর পর্যন্ত এই টাকা সঠিক টাইমেই দেওয়া হয়েছিল। কিন্তু চলতি আর্থিক বর্ষে এই টাকা এখন পর্যন্ত দেওয়া হয়নি। এদিকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এনিয়ে ঊর্ধ্বতনও কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারপরও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এদিকে সঠিক টাইম এখন পর্যন্ত টাকা না পাওয়ায় রাজ্য ও কেন্দ্র সরকারের উপরই দোষ চাপিয়েছেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য তথা অভিযাত্রী স্কুলের প্রধান শিক্ষক অমিত সাহা । তবে স্কুল কর্তৃপক্ষের আসা হয়তো এই সমস্যা খুব দ্রুত মিটবে।