0
5

নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসনের ভেতরে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হয়। এই উপলক্ষ্যে গত চারদিন ধরে চলে ধর্মীয় নিয়মরীতি। মঙ্গলবার সন্ধ্যায় অঙ্কুরার্পণ এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর ধারাবাহিক ভাবে কলস যাত্রার মাধ্যমে সূর্য দেবতাকে পুজো, গৌ মাতার পুজো, সন্ধ্যায় আরতি, গীতাপাঠ ও যজ্ঞ মণ্ডপ পুজা, জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তারপর নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির কে স্নান করার মাধ্যমে পবিত্র করা হয় । এরপর একাধিক নিয়মকানুন সম্পন্ন করার পর নবনির্মিত মন্দিরে জগন্নাথ দেব ,সুভদ্রা এবং বলরাম কে প্রবেশ করানো হয়। সূদূর পুরী থেকে পণ্ডারা এসে এই ধর্মীয় নিয়মরীতি গুলো MTPS এলাকার মানুষজনদের নিয়ে সম্পন্ন করেন। সুদৃশ্য এই মন্দির নির্মাণ মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই প্রথমবার । এই মন্দির শুধুমাত্র MTPS বাসীর জন্য নয়, এই মন্দির সর্বসাধারণের বলে দাবি উদ্যোক্তাদের। প্রতিদিন প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং অংশগ্রহণ করেন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান সহ একাধিক আধিকারিকরা এবং উদ্যোক্তারা। এছাড়াও এলাকার ধর্মপ্রাণ মানুষজনদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীদের এবং ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করেন আয়োজকরা।
এই এলাকায় জগন্নাথ দেবের মন্দির নির্মিত হওয়ায় খুশি সকলেই।