ধানের জমিতে ধান কাটতেই অজগর সাপ বলে উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

0
7

নিজস্ব সংবাদদাতা, মালদা,—ধানের জমিতে ধান কাটতেই অজগর সাপ বলে উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায় রবিবার বেলা দশটা নাগাদ তুলসীডাঙ্গা নয়াবাজার গ্রামে সুকুমার সিংহের ধানের জমিতে উদ্ধার হয় সাপ। প্রায় ওই 4 ফিট সাপ কে ধরে বস্তা বন্দী করেন এলাকার এক ব্যক্তি। এরপর সাপ প্রেমীরা অভিজিৎ ভট্টাচার্য ও দিপ বিশ্বাস তারা এসে ওই সাপ টিকে উদ্ধার করে ওই গ্রামবাসীদের মধ্য সচেতনতামূলক বার্তা দিয়ে গ্রামবাসীরা অজগর সাপ ভেবে তারা সাপটিকে পাকড়াও করেন। এরপর সাপ প্রেমি অভিজিৎ ভট্টাচার্য তিনি এসে বলেন এটি একটি চন্দ্রবোড়া বিষধর সাপ। এরপর সাপ প্রেমী অভিজিৎ ভট্টাচার্য তিনি বলেন গাজোল স্থানীয় এলাকায় সরকারি ফরেস্ট রয়েছে সেইখানে নিয়ে গিয়ে এই বিষ ধর চন্দ্রবোড়া সাপটিকে ছেড়ে দেওয়া হবে।