আইসিডিএস সেন্টারে পোকা যুক্ত চালের অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের।

0
13

নিজস্ব সংবাদদাতা, মালদা—আইসিডিএস সেন্টারে পোকা যুক্ত চালের অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। গতকাল খিচুড়িতে পোকা বেরিয়েছিল। তাই আজ রান্নার আগেই পোকাযুক্ত চাল হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসী। ঘটনাস্থলে আইসিডিএস সেন্টারের ওয়ার্কার পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রাম বাসীরা। ওয়ার্কারের মানিকচক আইসিডিএস দপ্তরের উপর পোকাযুক্ত চাল দেওয়ার দায়ভার চাপায়।মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাদপুর অঞ্চলের মাধব নগর এলাকার ঘটনা।