নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৫ নভেম্বর :—
উত্তরবঙ্গের মধ্য দ্বিতীয় তম ঐতিহাসিক গাজোল রাস কমিটির রাস উৎসব মেলা অনুষ্ঠিত এবছর ২৭ তম বর্ষ উদযাপিত হয় । জেলা শাসক নীতিন সিংহানিয়া ও পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ফিতা কেটে উন্মোচনের মধ্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাসের রাধা কৃষ্ণের চক্র ঘুড়িয়ে রাস উৎসব শুভ সূচনা হয় গাজোল ঐতিহাসিক রাস উৎসব মেলা । এই গাজোল রাস উৎসব মেলা ১৫ নভেম্বর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত চলবে এই রাস উৎসব মেলা । প্রতিদিনই বিভিন্ন সংস্কৃত অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি বিভিন্ন মেলাও বসেছে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া, মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, কুটির ও ক্ষুদ্র শিল্পের মন্ত্রী তাজমুল হোসেন, রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, উত্তরবঙ্গ জলসেচ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল, ও গাজোল রাস কমিটির সকল কর্ণধারেরা উপস্থিত ছিলেন।
Home রাজ্য উত্তর বাংলা উত্তরবঙ্গের মধ্য দ্বিতীয় তম ঐতিহাসিক গাজোল রাস কমিটির রাস উৎসব মেলা অনুষ্ঠিত...