একটি সংস্থার উদ্যোগে এই প্রথম মালদায় শুরু হতে চলেছে ট্যালেন্ট সার্চ ডান্স কম্পিটিশন।

0
5

নিজস্ব সংবাদদাতা, মালদা,১৮ নভেম্বর : একটি সংস্থার উদ্যোগে এই প্রথম মালদায় শুরু হতে চলেছে ট্যালেন্ট সার্চ ডান্স কম্পিটিশন। সোমবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠানের রূপরেখা জানানো হয়। সাংবাদিক বৈঠক করেন সংস্থার অন্যতম উপদেষ্টা বাংলা সিনেমা জগতের খলনায়ক চরিত্রের অভিনেতা সুমিত গাঙ্গুলী। এছাড়াও উপস্থিত ছিলেন, উদ্যোক্তা প্রিয়াংকা ইয়াসমিন, প্রবাল ব্যানার্জি সহ অন্যান্যরা। ইতিমধ্যে বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে শুরু হয়েছে ট্যালেন্ট সার্চ। মালদা থেকে কয়েক হাজার বাছাই পর্বের পর মোট কুড়ি জন প্রতিযোগী কে বাছাই করা হবে ডান্স কম্পিটিশনের জন্য। তাদের নিয়ে আগামী পাঁচ ডিসেম্বর মালদা কলেজ অডিটোরিয়াম এর দুর্গা কিংকর সদনে অনুষ্ঠিত হবে ফাইনাল প্রতিযোগিতা। সংস্থার পক্ষ থেকে চ্যাম্পিয়ন কে ১৫ হাজার এবং রানার্স কে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। অভিনেতা সুমিত গাঙ্গুলী জানান, সংস্থার উদ্যোগ এবং তার ব্যক্তিগত সহযোগিতায় মালদায় প্রথম ডান্স ট্যালেন্ট সার্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আগামী দিনে সংসার পক্ষ থেকে সারা রাজ্যজুড়ে করা হবে ট্যালেন্ট সার্চ।