দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এক বছরেরও বেশি সময় ধরে বালি খাদান এর সরকারি দরপত্র নেয়নি রাজ্য সরকার তারপরেও জেলার প্রায় সর্বত্র অবাধে চলছে বালির খাদান ও নদী থেকে বালি তোলার কাজ। বালির খাদান এর টাকা যাবে কার কাছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা? সরকারি দরপত্র মেনে রয়েলটি দিয়ে বালিকাটার নিয়ম তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগে সেই মতোই চলছিল বালি তোলার কাজ। সেখানেও যে সরকারকে ফাঁকি দিয়ে চুরি হতো না তা নয় কিন্তু বিগত প্রায় এক বছর বালি তোলার জন্য সরকারি দরপত্র না হওয়ায় চুরির পরিমাণ বেড়েছে শত গুণ। পুলিশ ও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে প্রায় প্রতিদিনই ব্যাঙের ছাতার মতো নতুন নতুন বালির খাদান তৈরি হচ্ছে জেলা জুড়ে বলে অভিযোগ।