গুরুনানক জয়ন্তীতে মালদা শহরে আয়োজিত হল বোন ফোঁটা।

নিজস্ব সংবাদদাতা, মালদা: — গুরুনানক জয়ন্তীতে মালদা শহরে আয়োজিত হল বোন ফোঁটা। শুক্রবার সকালে মালদার উঠোনে এই কর্মসূচি আয়োজিত হয়। রীতিমতো মন্ত্রোচ্চারণ করে বোনেদের মঙ্গল কামনা করেন দিদি-বোনরা,বোন ফোঁটা আয়োজন করে।
এক মহিলা সুদেষ্ণা মৈত্র জানান, বোনদের মঙ্গল কামনায় চার বছর আগে আমরা এই বোন ফোঁটা কর্মসূচি নিয়েছিলাম। এবছর আমাদের এই কর্মসূচি পঞ্চম বছরে পড়ল। সাম্প্রতিক সময়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে, তাতে দিদি-বোনদের একে অপরের পাশে থাকতেই হবে।
আরেক মহিলার দাবি, ভাইয়ের মঙ্গল কামনায় অনেক উৎসব থাকলেও বোনদের মঙ্গল কামনায় তেমন উৎসব নেই, সেই চিন্তাভাবনা থেকে আমরা এই কর্মসূচি নিয়েছি।