পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের যব্দা গ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী সাবার্জনীন যব্দা রাস মেলার শুভ উদ্বোধন হলো আজ । পুরুলিয়া ছৌ নিত্য, ধামসা মাদোল,মহিলা ঢাকি, আদিবাসী নিত্য,রনপা, মসাল, খোল ও ঢাক সহকারে বনাঢ্য শোভাযাত্রা হয় ।
এই মেলা এবছর ৮৩ তম বর্শে পড়লো।
আজ ১৩ ই নভেম্বর থেকে ২৪ সে নভেম্বর পযর্ন্ত ১০ দিন ব্যপি এই মেলা চলবে। মেলার মধ্যে দুটি অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা অনুষ্ঠান ও পত্যহ থাকছে ক্রিড়া প্রতিযোগিতা। মেলায় থাকছে রকমারি স্টল আলোক সজ্জা নাগরদোলা,ডিস্কো,টোরাটোরা,ছোটোদের মিকি মাইস,ট্রয় ট্রেন । রয়েছে মহিলাদের কবাড়ি প্রতিযোগিতা ও নানান কিড়া প্রতিযোগিতা। অনুষ্ঠান মঞ্চ থেকে মেলার শ্বারক পত্রিকা উদ্বোধন হয় ও এলাকার কৃতি ছাত্র ছাত্রিদের সংম্বর্ধনা জানানো হয় মেলার উদ্বোধন করেন সম্মাননীয় কৃত্তিবাসানন্দ মহারাজ সম্পাদক রামকৃষ্ণি মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বাঁকুড়া এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক,জনাব হাবিবুর রহমান চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, পটাশপুর ১ পঞ্চায়েত সমিতি সহ সভাপতি পিযুষ কান্তি পন্ডা, প্রদীপ পাত্র ডাইরেক্টর রাজ্য সমবায় ইউনিয়ান, অপরেশ সাঁতরা সম্পাদক জব্দা রাস মেলা উৎসব কমিটি, মেলা কমিটির সভাপতি নিত্যরঞ্জন নন্দ গোস্বামি , কল্যান মাইতি সম্পাদক জব্দা রাস মেলা, গোলোকেশ নন্দ গোস্বামি জেলা পরিষদ সদর, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এর প্রধান মালেক আলি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে মেলার সাংস্কৃতিক বিভাগের সম্পাদক চন্দন কান্তি নন্দ গোস্বামী।
Home রাজ্য দক্ষিণ বাংলা গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী পটাশপুরের যব্দা’য় রাসমেলা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন।