ট্যাব কেলেঙ্কারির খবর সামনে আসতেই ওয়েস্ট বেঙ্গল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন মালদা শাখার সদস্যরা সাংবাদিক বৈঠক করে দাবী করলেন ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে জালিয়াতিতে যুক্ত নয় তারা।

0
9

নিজস্ব সংবাদদাতা, মালদা: – ট্যাব কেলেঙ্কারির খবর সামনে আসতেই ওয়েস্ট বেঙ্গল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন মালদা শাখার সদস্যরা সাংবাদিক বৈঠক করে দাবী করলেন ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে জালিয়াতিতে যুক্ত নয় তারা। তারা মনে করেন এই পোর্টাল হ্যাক করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর যখন এই অ্যাপ চালু করে তার কিছুদিন পর তা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পুনরায় নতুন করে নতুন আই পি নম্বর ও পাসওয়ার্ড দেওয়া হয়। সেই নিয়ম মেনেই তরুনের প্রকল্পে নাম নথিভুক্ত করা হয়। আজ এই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তারা দাবি করে ছাত্র-ছাত্রীদের বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট আপডেট এবং আইপি অ্যাড্রেস চেক করা হোক।
ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে বেনিফিশিয়ারির নাম, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার মিলিয়ে তবেই টাকা ছাড়া হয় যেটা আমরা কন্যাশ্রী এবং শিক্ষাশ্রী প্রকল্পের ক্ষেত্রে দেখেছি কিন্তু এক্ষেত্রে অর্থাৎ ১০০০০ টাকা করে দিতে তা করা হয়নি বলে আমাদের মনে করা হচ্ছে এতে ব্যাংক কর্তৃপক্ষের কিছু দায়ী থেকে যায়। এখানে স্কুল এবং মাদ্রাসার করণিকরা জড়িত নয় অথচ তাদের জড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের সম্মানহানী করা হচ্ছে। তবে তদন্তের ক্ষেত্রে যদি আমাদের তলক করা হয় আমরা অবশ্যই সহযোগিতা করব।
আমরা চাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক আমরা ডিআইকে সেটা লিখিত আকারে জানিয়েছি।