দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন আদিবাসী সংগঠন ‘আসেকা’ এর।

0
10

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন আদিবাসী সংগঠন ‘আসেকা’ এর। এদিন ওই আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ডিপিএসসি এর আদিবাসী চেয়ারম্যান সন্তোষ হাঁসদা এর পদত্যাগের দাবিতে তার কাছেই ডেপুটেশন দেওয়া হয়।
আসেকা এর দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে দাবি করা হয়েছে, জলায় আদিবাসী অধ্যুষিত এলাকায় সান্তালী ভাষায় পঠন পাঠনের দাবিতে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো সত্বেও, বর্তমান ডি পিএসসি এর চেয়ারম্যান আদিবাসী সম্প্রদায়ের হয়েও কোনো উদ্যোগ না নেওয়ায় চেয়ারম্যানের পদত্যাগ চাই।
তাদের দাবি, আদিবাসী অধ্যুষিত এলাকায় সান্তালী ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে, আদিবাসী অধ্যুষিত এলাকায় আবাসিক সান্তালী বিদ্যালয় চালু করতে হবে। এই দাবিতে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে আদিবাসী সংগঠন আসেকা।