বাইক দুর্ঘটনায় মৃত্যু হল মা-মেয়ে দুজনের।

0
56

নিজস্ব সংবাদদাতা,  মালদা:—-মালদার গাজোলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় চরম বেদনাদায়ক ঘটনা ঘটে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল মা-মেয়ে দুজনের। ঘটনায় চরম শোকের ছায়া নেমে এল গাজোলের কদুবাড়ি এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত মায়ের নাম সুদীপ্তা রায় চৌধুরী, বয়স 44 বছর। এবং মেয়ের নাম সায়নী রায় চৌধুরী, বয়স ২২ বছর। বাইক আরোহী আত্মীয় নাম কৌশিক ঘোষ। বয়স ৪৫ বাড়ি শিলিগুড়ি । স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত্রি -নাগাদ মা-মেয়ে এক আত্মীয়ের মোটর বাইকে চেপে গাজোলের শ্যামনগর পার্কিং থেকে খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় মশালদিঘি ১২ নং জাতীয় সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়েন। পেছন থেকে কোন একটি গাড়ি বাইকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মেয়ে মৃত্যুর হয় বলে খবর। আর ওই বাইক আরোহী আত্মীয় গুরুতর জখম হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । মা- মেয়ের একসঙ্গে অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে গাজোলে এলাকা জুড়ে ।