বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে আলুই গ্রাম, সেই গ্রাম থেকেই অস্ত্রসহ গ্রেপ্তার ভিন রাজ্যের কয়েকজন দুষ্কৃতি।

0
11

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ফের জেলা পুলিশের বড়সরো সাফল্য,এবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুলিশের জালে ভিন রাজ্যের দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার আলুই গ্রামে আজ বিকেলে ঘাটাল থানার পুলিশ একটি ঘর থেকে ১৩ জন যুবককে আটক করেছে ঘাটাল থানার পুলিশ।প্রাথমিক ভাবে জানা যাচ্ছে ওই সকল যুবকদের বাড়ি ঝাড়খন্ড, বিহার এলাকায়। ওই ঘর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। আলুই গ্রামের বাড়ি মালিককে প্রথমে আটক করার পরেই,একটি ঘরে ঘাঁটি গেড়ে থাকা আরও প্রায় ১১ জনকে আটক করা হয়।বেশ কিছু দিন ধরে গভীর রাতে ওই যুবকরা দামি চার চাকা নিয়ে ওই বাড়িতে আসা যাওয়া করতো বলে জানা যাচ্ছে।ওই বাড়িতে আগে থেকেই ঝাড়খন্ড এর এক যুবক থাকতো।ওই যুবকের কাছেই আসতো বাকিরা। আজ ঘাটাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের ঘিরে ফেলে।তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।আটক ১৩ জনের মধ্যে ২ জন ঘাটালের ও বাকিরা ভিনরাজ্যের বলে খবর।যদিও এই ঘটনা নিয়ে ঘাটাল থানার পুলিশ স্পষ্ট না করলেও,ঘটনা নিয়ে প্রেস মিট করে বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার ।কি উদ্দেশ্য ভিন রাজ্য থেকে ঘাটালে ঘাঁটি গেড়েছিল দুস্কৃতিরা তা এখনও স্পষ্ট নই।সূত্রের খবর ডাকাতির উদ্দেশ্য ঘাটালের দুই বাসিন্দার মাধ্যমে ভিন রাজ্যের দুস্কৃতিদের ঘাটালে ঘাঁটি গেড়েছিল বলে অনুমান।*