রাস পূর্ণিমাকে উপলক্ষ করে সমুদ্র সৈকত দিঘাতে ভক্তদের বীর, অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন পুলিশ।

0
7

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার রাস পূর্ণিমা। সেই সঙ্গে হিন্দুপ্রাণ ব্যক্তি যারা রয়েছেন তারা এই বাংলা মাসের কার্তিক মাসকে মাহাত্ম্য মাস হিসেবে মনে করে থাকেন। তাই এই কার্তিক মাসের শেষ পাঁচ দিন তারা পঞ্চতব্রত এবং উপবাস পালন করে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজ সকাল থেকে কয়েক লক্ষ মহিলা ভক্ত প্রাণ ব্যক্তি তারা এই ব্রত উপবাস ভঙ্গ করে গঙ্গারতি করে সমুদ্র স্নান করে থাকেন। যেহেতু আজকে রাজ পূর্ণিমার দিন তাই এদিন তারা যেমন পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে সমুদ্র স্নান করে ব্রত উপবাস ভাগেন তেমনি ভাবে খোল কীর্তনের সহযোগে তারা হরিনাম করতে থাকেন।