ক্যান্সার আক্রান্ত হয়ে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বর্ষীয়ান আরএসপি নেতা নিতাই বসাকের।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১৮ নভেম্বর: ক্যান্সার আক্রান্ত হয়ে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বর্ষীয়ান আরএসপি নেতা নিতাই বসাকের। সোমবার বিকাল সোয়া ৩টে নাগাদ মৃত্যু হয় ওই নেতার। রাতেই ত্রিমোহিনীর দলীয় কার্যালয়ে তার মরদেহে শেষশ্রদ্ধা জানাবে কর্মীরা।

ষাটের দশকে যুবক বয়সে ভূমি আন্দোলনের মধ্যদিয়ে রাজনীতিতে অভিষেক হয়েছিল নিতাই বসাকের। সত্তরের দশকে রাজ্যের মসনদে বামফ্রন্ট সরকার ক্ষমতা দখলের পরে ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে হিলির ধলপাড়া পঞ্চায়েতের প্রধান পদে আসীন হন।

ক্রমে এলাকার উন্নয়ন ও রাজনীতিতে ছাপ ফেলতে শুরু করেন। দু’দফায় হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি পদের কার্যভার সফলতার সঙ্গে সামলেছিলেন। গরীব দুঃস্থ পড়ুয়াদের সাহায্য, কৃষকদের সাহায্য, ভূমিহীনদের হাতে পাট্টা প্রদানের ব্যবস্থা করেছিলেন। বয়সের কারণে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলেও বর্ষীয়ান নেতার পরামর্শে নিতে ছুট গিয়েছেন দলীয় কর্মীরা।

ব্লক থেকে জেলা ও রাজ্যস্তরের নেতাদের কাছে গ্রহণযোগ্য ছিল নিতাই বসাক। আরএসএসি বাদেও অন্য সব দলের নেতা কর্মীদের কাছে গ্রহণযোগ্য ছিলেন। এদিন তার প্রয়ানে হিলি সহ দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে শোঁকের ছায়া। বর্ষীয়ান নেতার প্রয়ানে রাজনৈতিক মহলে শূন্যস্থান তৈরি হল।