সেচমন্ত্রী মানস ভুঁইঞা সোমবার মালদার মানিকচকের গঙ্গাভাঙন পরিস্থিতি পরিদর্শন করে মালদায় ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই বিধ্বংসী গঙ্গা ভাঙন শুরু হল মানিকচকে।

0
9

নিজস্ব সংবাদদাতা, মালদা:—সেচমন্ত্রী মানস ভুঁইঞা সোমবার মালদার মানিকচকের গঙ্গাভাঙন পরিস্থিতি পরিদর্শন করে মালদায় ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই বিধ্বংসী গঙ্গা ভাঙন শুরু হল মানিকচকে। সোমবার গভীর রাতে হঠাৎ করেই মানিকচক গঙ্গাঘাটে ব্যাপক ভাঙন শুরু হয়। প্রায় চারশো মিটার এলাকা জুরে চলা এই ভাঙনে মানিকচক গঙ্গাঘাট এলাকার একাধিক বসতভিটা এবং দোকানপাট গঙ্গাগর্ভে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যা দেখে অন্যান্যরা তড়িঘড়ি দোকানপাট সরিয়ে ফেলতে শুরু করেন। ভাঙনে সর্বস্বান্ত হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন। ঘটনায় স্থানীয়দের বক্তব্য, সচরাচর এই সময়ে নদী ভাঙন হয়না। তাই হঠাৎ করে কেন ভাঙন শুরু হল কিছুই বুঝতে পারছেন না। ভাঙনে অনেকের ঘরবাড়ি, দোকানপাট গঙ্গাগর্ভে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা কিছু উপায় না পেয়ে এখন পিডব্লুউডির জায়গায় অস্থায়ী আস্তানা গাড়ার পরিকল্পনা করছেন।