বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জয় জোহার মেলা।

0
10

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যজুড়ে সপ্তাহব্যাপী শুরু হয়েছে জয় জোহার মেলা। মূলত আদিবাসীদের ধারতি আবা ভগবান বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই জয় জওহার মেলা রাজ্যের ১৫টি জেলার ১০২ টি আদিবাসী অধ্যুষিত ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। সেইমতো বুধবার ছাতনা ব্লকের গুড়সকড়া সিধু কানু ফুটবল ময়দানে শুরু হলো জয় জোহার মেলা। চলবে আগামী ২দিন বিরসা মুন্ডার মুর্তিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জলন ও তিরধনুক ছোড়ার মাধ্যমে এই মেলার শুভ সূচনা হয়। তবে তিরছোড়া সকলকে অবাক করে সঠিক নিশানায় তির ছোড়েন ছাতনার জয়েন্ট বিডিও মানোয়ার আলম। এদিন ছাতনার জয়েন বিডিও