বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকে উদযাপিত হচ্ছে জয় জোহার মেলা।

0
4

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকে উদযাপিত হচ্ছে জয় জোহার মেলা। এদিন হিলি ব্লক প্রশাসনের উদ্যোগে জয় জোহার মেলা মানিকো আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুভ সূচনা হয় ।
সেখানে প্রথমে সিধু কানুর
মূর্তিতে মাল্য দান এবং প্রদীপ প্রজ্জলন মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়।এই মেলায় দুই দিন চলবে,এই মেলায় কৃষি বিভাগ থেকে শুরু করে হস্তশিল্পের জিনস সহ বিভিন্ন স্টল বাসে যা দেখতে সাধারণ মানুষ ভিড় করে।এই মেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলতে থাকে। এ বিষয়ে হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ মিহির কুমার সরকার আমাদের মুখোমুখি হয়ে জানান, আদিবাসীদের অগ্রগতির ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গ সরকার। খবর করার সময় রাত্রি আটটা পর্যন্ত এই মেলা চালু ছিল।