পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ অর্থাৎ 20 শে নভেম্বর বুধবারের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত মন্দারমনিতে হোটেল ভেঙে নেওয়ার যে নোটিশ জারি করা হয়েছিল, অথচ সেই সম্পর্কে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কিছুই জানেনা বলে মুখ্যমন্ত্রী ইতি মধ্যে প্রেসমিট করেছেন নবান্ন থেকে। এবং এলাকার বিধায়ক অখিল গিরিকে মন্দারমনিতে হোটেল মালিকের সঙ্গে কথা বলার জন্য পাঠিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি হোটেল মালিকদের সরকারি ভাবে এই বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকার পর্যটন কেন্দ্রের হোটেল ভাঙ্গার পক্ষে নয় রাজ্য প্রশাসন। জেলাশাসক কেন নোটিশ করেছেন কি করেছেন তা সরকার বুঝবে অখিল বাবুকে শুধু প্রেসমিট করে হোটেল মালিকদের আশ্বস্ত করে জানানোর কথা বলে ছিল তাই তিনি মন্দারমনিতে প্রেস মিট করে জানালেন অখিল গিরি। সরকারি এই সিদ্ধান্তে হোটেল মালিকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস। ১৪০ টি হোটেল এখনই ভাঙ্গা হচ্ছে না
Home রাজ্য দক্ষিণ বাংলা ভাঙ্গা হচ্ছে না সমুদ্র সৈকত মন্দারমনিতে ১৮০টি হোটেল, স্বস্তির নিঃশ্বাস হোটেল মালিকদের।