ছোট হয়ে আসা অঘ্রাণের
দিনগুলি যেন হঠাৎই হারিয়ে যাওয়ার কথা বলে,
এত শূন্যতা ঘিরে আসে বিকেলের আলোয় সবসময়ই যেন ফুরিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দেয়।
বেলা ফুরায়, দিন ফুরায় সবই তো ফুরিয়ে যাবে জানি একদিন ।
কেন এত তাড়াতাড়ি শেষ হওয়ার বাসনা তোমার?
চীৎকার করে বলতে ইচ্ছে
করে আবার নিয়ে এসো আলো, চাই না অন্ধকার।
আলো দাও জীবনে আলো দাও যাপনে
আলো দাও হৃদয়ের ভিতরে ।