পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় লাভ করে, তৃণমূলের এই জয়লাভের ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শনিবার সন্ধ্যায় তমলুকের মানিকতলা মোড়ে রাস্তায় পথযাত্রী, দোকানদার, বাস যাত্রী সহ তৃণমূলের নেতাকর্মীদের মিষ্টিমুখ করালেন তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন মহাপাত্র।
আরজি করের ঘটনা নিয়ে অনেক কুৎসা রটিয়েছে, অনেকে ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস আর উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছে কোনটা আসল কোনটা নকল। বিধায়ক হিসেবে যেমন আমি গর্বিত তেমনি বিধানসভার প্রতিটি মানুষই উল্লসিত সবাই ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।