বালুরঘাটে বোল্লা কালীপুজো মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শুভ সূচনা, দর্শনার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

0
8

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালুরঘাটে বোল্লা কালীপুজো মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শুভ সূচনা, দর্শনার্থীদের মিষ্টিমুখ করানো হয়। উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী শ্রী শ্রী বোল্লা কালীপুজোতে শনিবার সন্ধ্যায় বিশেষ উপস্থিতি ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। পুজোর মূল আকর্ষণ মেলায় তিনি এক জলছত্রের শুভ সূচনা করেন। এদিন এই অনুষ্ঠান ঘিরে দর্শনার্থীদের উৎসাহ ছিল তুঙ্গে। পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেয়। মেলায় স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে। পাশাপাশি, এই বিশেষ দিনটি আরও স্মরণীয় করে তুলতে দর্শনার্থীদের মিষ্টিমুখ করানোর আয়োজন করা হয়।
এই পুজোর ঐতিহ্য, বিশালতা এবং কেন্দ্রীয় নেতার উপস্থিতি এক অন্য মাত্রা এনে দিয়েছে। বোল্লা কালীপুজো উত্তরবঙ্গের মানুষের কাছে শুধু ধর্মীয় উৎসব নয়, এটি তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশও বটে।