পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- অবৈধ ভাবে সরকারি গাছ কাটার অভিযোগ,রুখতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে ঠিকা দারের মধ্যেই ধস্তাধস্তি।ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়,সরকারি গাছ ‘অবৈধ ভাবে’ কাটা আটকাতে এগিয়ে গ্রামবাসীরা দের সঙ্গে গণ্ডগোল ও ধস্তাধস্তি। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, গত কাল থেকে অবৈধ ভাবে সরকারী যায়গাতে সরকারি গাছ কাটা চলছে। ঠিকা দারদের কাছে গাছ কাটার অনুমতি পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি বলে দাবি স্থানীয়দের।
Home রাজ্য দক্ষিণ বাংলা অবৈধ ভাবে সরকারি গাছ কাটার অভিযোগ,রুখতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে ঠিকা দারের মধ্যেই...