নিজস্ব সংবাদদাতা, মালদা— আজ সোমবার
সাত সকালে এক ফেরিওয়ালার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার সাইরা বিলাইমারি মাঠে। খুন নাকি এই মৃত্যুর পিছনে অন্য রহস্য রয়েছে খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নিমাই সাহা (৫০)। তার বাড়ি মালদহের ষোলোমাইল থানার বৈষ্ণবনগর এলাকায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি
দীর্ঘ ২০ বছর ধরে তুলসীহাটা জোত বহরমপুর এলাকায় বাড়ি করে একাই থাকছিলেন। বিড়ির ব্যবসা ও বাচ্চাদের কুরকুরে ও চিপসের প্যাকেট বাংলা ও বিহারে মুদিখানার দোকানে সাইকেলে করে ফেরি করে বিক্রি করতেন। বিকেলে বার হতেন আর রাতে বাড়ি ফিরতেন। তার বাড়িতে প্রতিদিন মানুষের আনাগোনা ছিল। ছোট একটি জরাজীর্ণ টিনের ছাউনি দেওয়া ঘরে একাই থাকতেন। তবে এলাকার মানুষের সঙ্গে বেশি কথা বলতেন না। আজ সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে রাস্তার ধারে জমিতে একজন মৃত অবস্থায় পড়ে আছে। এরপর হরিশ্চন্দ্র পুর থানার পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নির্জন জায়গা হওয়াতে কেউ কি মেরে ফেলে দিয়ে গেছে নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।
Home রাজ্য উত্তর বাংলা আজ সোমবার সাত সকালে এক ফেরিওয়ালার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর...