আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গুদামডাবড়ি ও সাঁতালিবস্তি এলাকায় বুনো হাতির দল দেখে চিন্তিত গ্রামবাসীরা।

0
14

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হাতি। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গুদামডাবড়ি ও সাঁতালিবস্তি এলাকায় বুনো হাতির দল দেখে চিন্তিত গ্রামবাসীরা। খাবারের খোঁজে হাতিদের অভিযান মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দাদের কাছে। রবিবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গুদামডাবড়ি ও সাঁতালিবস্তি এলাকায় প্রবেশ করে। তারপর গ্রামের একের পর এক জমির ফসল নষ্ট করে দেয়। ওই গ্রামের বাসিন্দা মালতি মুন্ডা জানান, হাতি চাষের জমিতে ঢুকে জমির ধান সহ বিভিন্ন ফসল নষ্ট করে দেয়। এলাকার অনেক কৃষকই ঋণ নিয়ে চাষ করেছিলাম। হাতির তান্ডবে সেই ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত তাদের। ঋণের টাকা কিভাবে তাঁরা শোধ করবেন, তা ভেবে পাচ্ছেন না।