গত ১৪ বছর ধরে রয়েছেন জেলে, সেই আসামীই প্যারোলে বেরিয়ে আত্মঘাতী হলেন।

0
27

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- খুনের দায়ে যাবজ্জীবন সাজা হয়েছিল। গত ১৪ বছর ধরে রয়েছেন জেলে। সেই আসামীই প্যারোলে বেরিয়ে আত্মঘাতী হলেন। বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। মৃতের নাম নারায়ণ মণ্ডল (৫৫)। বাড়ি তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহতে। তবে বর্তমানে তার স্ত্রী চকভৃগু এলাকায় দুই ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। গতকাল বিকেলে সেই ভাড়া বাড়ির শৌচালয় থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। দেহটি উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ-মর্গে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে। কী কারণে ওই আসামী আত্মহত্যা করল তা নিয়ে ধন্দে রয়েছে তাঁর পরিবার। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গত ১৪ বছর ধরে নারায়ণ মণ্ডল বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন। জমি বিবাদে দাদাকে খুন করার মামলায় তার যাবজ্জীবন সাজার ঘোষণা করেছিলেন বিচারক।