পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় গড়বেতা গ্রামীণ হাসপাতালে একটি আইনি শিবির অনুষ্ঠিত হল সোমবার।এইদিন শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কৃত্রিপককের সচিব ত্থ সিভিল জজ(সিনিয়র ফিভিশন) শাহিদ পারভেজ, গড়বেতা কোর্টের অতিরিক্ত বিচারক বিক্রমজিৎ সেন, সমষ্টি স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। এইদিন অধিকার মিত্র কাজী মহম্মদ মুর্তজা জানিয়েছেন, স্বাস্থ্যকর্মী ও নার্সদের নিয়ে অনুষ্ঠিত এই শিবিবে বাল্য বিবাহের কুফল ও আইনের বিভিন্ন দিক সহ চিকিৎসাক্ষেত্রে বিভিন্ন আইনের বিষয় নিয়ে বিশদে আলোচনা করেন কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ।
Home রাজ্য দক্ষিণ বাংলা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় গড়বেতা গ্রামীণ হাসপাতালে একটি আইনি শিবিরের আয়োজন।