নিজস্ব সংবাদদাতা, মালদা——দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সার্ভিস রোডের ধার থেকে সরানো হল দুটি বিদ্যুতের খুঁটি। খুশি এলাকার মানুষজন। হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়কে ভবানীপুর ফ্লাই ওভারের দক্ষিণ দিকে সার্ভিস রোডের ধার ঘেঁষে ছিল এক কংক্রিটের ও একটি লোহার বিদ্যুতের খুঁটি। এতে চলাচলে সমস্যায় পড়েছিল গাড়ি চালক ও পথচারীরা। ঘটছিল ছোট বড় দুর্ঘটনাও। গত ৯ নভেম্বর ফ্লাই ওভারের নিকটে কাবুয়ারোড এলাকায় কালীমন্দিরের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তুলসীহাটার তিন প্রাতঃভ্রমণকারীর। এরপর নড়েচড়ে বসে প্রশাসন।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার ও হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডলের উদ্যোগে শনিবার
সরানো হল দুটি বিদ্যুতের খুঁটি। ৩১ নং জাতীয় সড়ক নির্মাণ প্রজেক্টের ইঞ্জিনিয়ার শঙ্কর সাধু বলেন, জমি জোটের কারণে জাতীয় সড়ক কর্তৃপক্ষ খুঁটি দুটি সরাতে পারছিলেন না। স্থানীয় প্রশাসন চাষীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করলেন। তুলসীহাটা এলাকার ব্যবসায়ী বিনোদ গুপ্তা বলেন, দুর্ঘটনার পর থেকে এলাকার মানুষ ভেঙে পড়েছিল। আর যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে তার জন্য আমি
এই খুঁটি দুটি সরানোর জন্য প্রশাসন আধিকারিকদের সঙ্গে একাধিকবার কথা বলেছি। অবশেষে চাষিদের সঙ্গে কথা বলে সরানো হল খুঁটি দুটি।