পাচারের আগেই মোষ বোঝাই পার্সেল ভ্যান আটক।

0
5

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ:-  পশু পাচারে নতুন ছক কষল পাচারকারীরা। কিন্তু এবার হাতিয়ার করল পার্সেল ভ্যানকে। কিন্তু পাচারকারীদের ছক বানচাল করে দিল দুবরাজপুর থানার পুলিশ। পার্সেল ভ্যানে পাচার হওয়া ১২ টি মোষ সহ ভ্যানটিকে আটক করল দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালক ও খালাসিকে। পুলিশ সূত্রে খবর, গতকাল রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ দুবরাজপুর থানার গড়গড়া মোড়ের কাছে রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় বাঁকুড়া, আসানসোল হয়ে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে সাঁইথিয়া যাচ্ছিল অবৈধ মোষ বোঝাই পার্সেল ভ্যান গাড়িটি। দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের ওপর গড়গড়া মোড়ের কাছে মোষ বোঝাই পার্সেল ভ্যানটিকে আটক করে এবং গাড়ির পেছনের দরজা খুলতেই দেখা যায় অবৈধভাবে মোষ পাচার করা হচ্ছে। চালক ও খালাসি পুলিশকে দেখে চম্পট দেওয়ার চেষ্টা করলে তাঁদের দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল তাঁদের দুজনকেই দুবরাজপুর আদালতে তোলা হবে। পশু পাচারে কে কে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।