নিজস্ব সংবাদদাতা, মালদা—-৩৬ তম এক নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো মালদহের মুচিয়া মহাদেবপুর এলাকায় । রবিবার রাত্রে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো ৩৬ তম এক নকআউট ফুটবল প্রতিযোগিতা | এই ফুটবল খেলায় বিশেষ অতিথি ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,কাউন্সিলর বাবলা সরকার,বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মুচিয়া অঞ্চল প্রধান পলি দাস,পুরাতন মালদা যুব কনভেনার কমল ঘোষ সহ অন্যান্য | এই খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করেছিল | ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ টাউন ক্লাব বনাম যাত্রা ডাঙ্গা প্রগতি সংঘ | এই খেলায় প্রথম পুরস্কৃত দলকে দেওয়া হবে নগদ ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানাস দলকে দেওয়া হবে নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি | এছাড়াও রয়েছে প্রতিটা ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ বেস্ট গোলকিপার ও বেস্ট প্লেয়ার এর ট্রফি | এই খেলা দেখতে ভিড় জমায় প্রচুর ফুটবল প্রেমী |খেলার শেষে বিজয়ের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।
Home রাজ্য উত্তর বাংলা ৩৬ তম এক নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো মালদহের মুচিয়া মহাদেবপুর এলাকায়...