0
7

নিজস্ব সংবাদদাতা, মালদা—-সুদের কারবারীদের অত্যাচারে কার্যত গ্রাম ছাড়া প্রতিবন্ধী এক ব্যক্তি। মালদার কালিয়াচক থানার জালালপুর ধারারা এলাকার ঘটনা। থানায় অভিযোগ জানালে পুলিশ মামলাও করে। তারপরও তাকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ওই সুদের কারবারিরা।
ধারারা গ্রামের বাসিন্দা জাকির হোসেন। কয়েক বছর আগে নিজের হাত একটি দুর্ঘটনায় খুঁয়েছেন। একসময় পেশায় ঠিকাদার ছিলেন। মালদা জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে একাধিক কাজ করেছিলেন। কয়েকটি কাজ করতে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। এই পরিস্থিতিতে এলাকারই সুদের কারবারিদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নেন। তার অভিযোগ সেই টাকা তিনি ব্যাংক মারফত শোধ করে দিয়েছেন। তারপরেও এই সুখের কারবারিরা তার কাছে অতিরিক্ত টাকা ডিমান্ড করছে। তাকে সাদা স্ট্যাম্প পেপারে সই করিয়েছে জোরপূর্ব। এই টাকা শোধ করতে গিয়ে তার জমি জমা সবকিছু বিক্রি করতে হয়েছে। তাও তারা অতিরিক্ত টাকা চেয়ে লাগাতার হুমকি। ওই ব্যক্তির প্রাণ নাসের আশঙ্কা রয়েছে। কালিয়াচক থানায় তিনি অভিযোগ জানান। পুলিশ মামলাও করে। এরপরও তারপর লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। তিনি পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের বিভিন্ন মহলে জানিয়েছেন কিন্তু কোন সুরাহা হয়নি। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী ও মানবাধিকার কমিশনের প্রাণ রক্ষার জন্য আবেদন জানিয়েছেন। আতঙ্কে রয়েছে ওই ব্যবসায়ী।
এই ঘটনাগুলো শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপির অভিযোগ জেলা জুড়ে অবৈধভাবে সুদের কারবার বেড়ে চলেছে। মানুষের জায়গা জমি সব লুট করে নিচ্ছে। এর পেছনে শাসকদলের মদত রয়েছে।
পালটা বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, ঘটনা সত্যি হয়ে থাকলে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।