নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গভীর রাতে একাধিক এলাকায় তান্ডব চালালো বুনো হাতির দল, ক্ষতিগ্রস্ত দোকান, সীমানা প্রাচীর সারারাত তাণ্ডব চালিয়ে সকালের দিকে জঙ্গলে ফিরে গেল হাতি। আতংকে বাসিন্দারা। আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের ঘটনা। এই এলাকায় সচরাচর হাতি আসে না,এমনটাই দাবি এলাকাবাসীর। তবে সোমবার গভীর রাতে এই হ্যামিল্টনগঞ্জেরই নেতাজীপল্লী, হাটখোলা সহ একাধিক এলাকা দাপিয়ে বেড়ায় বুনো হাতির দল। এই বিষয়ে বাসিন্দারা জানান, সম্প্রতি বিগত কয়েক বছরে হাতির হানার ঘটনা এই এলাকায় ঘটেনি।তবে এদিন রাতে আচমকা হাতির দলের এরূপ তান্ডবে সকলেই আতংকে রয়েছে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার গভীর রাতে একাধিক এলাকায় তান্ডব চালালো বুনো হাতির দল, ক্ষতিগ্রস্ত দোকান।