পথ কুকুরের অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার জোগাড়।

0
10

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পথ কুকুরের অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার জোগাড়। বেশকিছু দিন থেকে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রামে এই নিরীহ প্রাণীগুলো কার্যত হিংস্র হয়ে উঠছে বলে দাবি গ্রামবাসীর একাংশের। স্থানীয় বাসিন্দারা বলছেন, সংশ্লিষ্ট গ্রামের একাধিক রাস্তা কিংবা মোড়ে দল বেঁধে থাকছে সারমেয়রা। রাস্তায় মানুষকে হামেশাই ধাওয়া করছে। অনেকেই ধাওয়া খেয়ে সাহস নিয়ে সেখানে দাঁড়িয়ে তাদের মোকাবিলা করছে। কিন্তু বুকে বল নিয়ে অনেকেই তা করতে পারছেন না। এছাড়াও অনেকের ভেড়া, হাস, মুরগি ওপর হামলা করছে ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক।