নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বনদফতরের পাতা খাঁচায়, খাঁচাবন্দী হল একটি পূর্ণবয়ষ্ক চিতা বাঘ। আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে শুক্রবার বনদফতরের পাতা খাঁচায খাঁচাবন্দী হয় এই চিতাবাঘটি। বেশ কিছু দিন ধরে মথুরা চা বাগানে চিতা বাঘের আনাগোনা লক্ষ্য করেছিল শ্রমিকরা। কয়েকদিন আগে সেখানে খাঁচা পেতেছিল বনদফতর। অবশেষে শুক্রবার সকালে খাঁচাবন্দী হয় চিতা বাঘটি।স্বস্তির নিঃশ্বাস ফেলে চা শ্রমিকরা। এদিন সকালে খাঁচাবন্দী চিতা বাঘটিকে দেখতে পেয়ে শ্রমিকরা বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী চিতা বাঘটিকে উদ্ধার করে। ওই চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তরের তরফে জানানো হয়।