কিয়ামাচা হাইস্কুলে একটি বাল্য বিবাহ ও মানব পাচার শীর্ষক একটি আইনি সচেতনতা শিবির ও থ্যালাসেমিয়া স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন।

0
12

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের সৌজন্যে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ গড়বেতা ২ ব্লকের কিয়ামাচা হাইস্কুলে বাল্য বিবাহ ও মানব পাচার শীর্ষক একটি আইনি সচেতনতা শিবির ও থ্যালাসেমিয়া স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এই দিন এই শিবিরে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সচিব তথা সিভিল জজ সিনিয়র ডিভিশন শাহিদ পারভেজ, ক্রেতা সুরক্ষা ও ন্যায্য বাণিজ্য অনুশীলন দপ্তরের আঞ্চলিক কর্মকর্তা তুহিন শুভ্রা মাঝি ও তুষার কান্তি মান্না, কেয়াকোল উপ স্বাস্থ কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডাঃ বাসুরি, অধিকার মিত্র কাজী মহম্মদ মুর্তজা প্রমুখ।মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ ইউনিটের চিকিৎসকগন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া নির্নয় শিবির পরিচালনা করেন। আয়োজক সংস্থার সম্পাদিকা সুপর্ণা বরত সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করেন।